নিজস্ব প্রতিবেদক | আপডেট: July 30, 2019
সূর্যালোক নিউজ : জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ঝালকাঠিতে মঙ্গলবার (৩০ জুলাই’১৯) জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে স্মারক ও সনদ তুলে দেন।
জেলা শিক্ষা অফিসার মোহম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর খান বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা পাপিয়া সুলতানা। ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা এবং কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।