নিজস্ব প্রতিবেদক | আপডেট: July 19, 2019
সূর্যালোক নিউজ : ‘শিক্ষায় বিনিয়োগ, সমৃদ্ধ বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে কন্যাশিশুদের জন্য নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইন কর্মসূচির আওতায় বাল্যবিবাহ প্রতিরোধে দৃঢ়চিত্তে এগিয়ে চলার প্রতিশ্রুতিতে ‘হলি ডে ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ শুক্রবার (১৯ জুলাই’১৯) সদর উপজেলার কীর্ত্তিপাশার কমলীকান্দর নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
হলি ডে ক্যাম্প উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মহিন উদ্দিন মঈন তালুকদার। অনুষ্ঠানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা রুপা প্রধান অতিথি ও সুজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা সভাপতি হেমায়েত উদ্দিন হিমু বিশেষ অতিথি ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক সুনীল বরণ হালদারের সভাপতিত্বে হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, মাঠ সমন্বয়কারী মোজাম্মেল হক, এলাকা সমন্বয়কারী আল আমিন শেখ, উপজেলা সমন্বয়কারী জাকির হোসাইন দুলাল, ভীমরুলী ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র রায়, সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিয়া বেগম প্রমুখ আলোচনায় অংশ নেন।
হলি ডে অনুষ্ঠানে ৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪০ জন শিক্ষার্থী অংশ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের শিক্ষকরা অংশ নেন। স্কুলগুলো হচ্ছে : কমলীকান্দর নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয়, ভীমরুলী ডি এন মাধ্যমিক বিদ্যালয় ও বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়। সংশ্লিষ্ট বিষয়ক আলোচনা, বার্ষিক কার্যক্রম উপস্থাপন, নাটক, নাচ, গান, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী কর্মসূচিতে অন্তর্ভূক্ত ছিল।