নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 18, 2019
সূর্যালোক নিউজ : জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে ঝালকাঠিতে সোমবার (১৭ জুন’১৯) আলোচনা, সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার ও সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ২টি বিভাগে অর্ধশতাধিক ছেলেমেয়ে অংশ নেয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।