ই-পেপার

ঝালকাঠিতে সংসদ নির্বাচন উপলক্ষে ভিজিল্যান্স ও অবজারবেশন টিম

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 10, 2018

সূর্যালোক নিউজ : একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষে ঝালকাঠিতে ১২ সদস্যের ভিজিল্যান্স ও অবজারবেশন টিম গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. হামিদুল হক রোববার এ টিম গঠন করেন।

মো. হামিদুল হক (জেলা প্রশাসক) টিমের আহ্বায়ক। সদস্যরা হলেন : মোঃ জোবায়েদুর রহমান (পুলিশ সুপার), ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার (সিভিল সার্জন), মোঃ জাকির হোসেন (প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ), মোঃ ফজলুল হক (উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদফতর), মিজানুর রহমান (উপপরিচালক, যুব উন্নয়ন অধিদফতর), মু. মেহেদী হাসান (জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি), মোঃ রুহুল আমীন (নির্বাহী প্রকৌশলী, এলজিইডি), মোঃ সোহেল সামাদ (জেলা নির্বাচন অফিসার), প্রফেসর মোঃ জাহাঙ্গীর খান (অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ), হেমায়েত উদ্দিন হিমু (সাংবাদিক) ও মোঃ আবদুস সামাদ (সমাজকর্মী)। টিমের সদস্যরা নির্বাচন কমিশনের নির্ধারিত কার্যাবলীতে যুক্ত থাকবেন।

  • ফেইসবুক শেয়ার করুন