ই-পেপার

ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন বিষয়ক প্রকল্পের পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: October 24, 2018

সূর্যালোক নিউজ : নির্বাচনী সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে ঝালকাঠি সদর উপজেলায় ‘পিপল এগেইনস্ট ভায়োলেন্স ইন ইলেকশনস’ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ও সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সহায়তায় মঙ্গলবার (২৩ অক্টোবর) প্রেস ক্লাব মিলনায়তনে প্রকল্পের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুজনের সদর উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে জেলা সুজনের সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদার ফরহাদ; ‘পিস ফ্যাসিলেটর’ সিরাজুল ইসলাম, হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার তুহিন আফসারী, ফিল্ড কো-অর্ডিনেটর মায়মুনা আক্তার ও আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

অংশগ্রহণকারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হক আজিম, জেলা জাসদ সভাপতি সুকমল ওঝা দোলন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান ও মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী; পৌরসভার মহিলা কাউন্সিলর নাছিমা কামাল, সংস্কৃতিজন মনোয়ার হোসেন খান, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল সাহা, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সাকিনা আলম, যুব মহিলালীগ সভানেত্রী শিরিন লষ্কর প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় নির্বাচনী সহিংসতা প্রতিরোধসহ ‘শান্তি’ প্রতিষ্ঠায় সবাই একাযোগে কাজ করার অঙ্গীকার করেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, এনজিও প্রতিনিধি, নারী সংগঠনের প্রতিনিধি, সংস্কৃতিজন, যুব সংগঠনের প্রতিনিধিসহ রাজনৈতিক দল ও সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন