নিজস্ব প্রতিবেদক | আপডেট: October 7, 2018
সূর্যালোক নিউজ : বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়াসহ ১৬ কোটি মানুষের ভাগ্যান্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ফের সরকার গঠনের সুযোগ দেয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি শনিবার (৬ অক্টোবর) রাতে ঝালকাঠির শেখ রাসেল স্টেডিয়ামে তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে ৪১ বছর পিছিয়ে দেয়া হয়েছিল। আগামীতে যতো বাধা-বিপত্তি আসুক না কেন, দেশটাকে এগিয়ে নিতে বাঙালি জাতি আর ভুল করবে না।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর ও পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার বক্তৃতা করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমির হোসেন আমু বলেন, আজ অনেকেই নির্বাচন নিয়ে, সরকার নিয়ে বড় বড় কথা বলেন। অথচ বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে ভোট ডাকাতি শুরু করেছিল। খালেদা জিয়া বলেছিল, পাগল ও শিশু ছাড়া দেশে কোন নিরপেক্ষ নেই। আজ কোন ‘পাগল’ নিয়ে তারা নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠন করতে চায়? যত অন্যায়, অবিচার সবকিছুর প্রবর্তন তারাই করেছিল। আজ চোরের মায়ের মুখে বড় কথা শোনা যাচ্ছে।
শিল্পমন্ত্রী আমু বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। গ্রামীণ অর্থনীতির ভীত মজবুদ হয়েছে। গ্রামীণ মানুষের মুখে হাসি ফুটেছে। দেশের সাধারণ মানুষ আজ স্বাধীনতার সত্যিকারের স্বাদ পেতে শুরু করেছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উন্নয়ন মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।