নিজস্ব প্রতিবেদক | আপডেট: October 3, 2018
সূর্যালোক নিউজ : সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণকে অবহিত করার লক্ষে ঝালকাঠির শেখ রাসেল স্টেডিয়ামে বৃহস্পতিবার (৪ অক্টোবর) তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হবে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. হামিদুল হক মেলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, মেলা উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ৯টায় শহরে বর্ণাঢ্য র্যালি বের হবে। এতে প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এবারের মেলায় ৮৩টি স্টল স্থান পাবে। মেলায় ঝালকাঠিসহ দেশের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিতকরণ, এসডিজি অর্জনে সরকারের সাফল্য বর্ণনা, এসডিজি অর্জনে জনগণকে সম্পৃক্ত করা, রূপকল্প ২০২১ অর্জন ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ পদার্পণে জনগণকে উদ্বুদ্ধ করা; জনকল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ প্রচার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ে দেশের স্বীকৃতি, সাফল্য ও পুরস্কার সম্পর্কে প্রচারণা; মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক টেকসই বাংলাদেশ বিনির্মাণের চিত্রসমূহ তুলে ধরা হবে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন মুখার্জী, জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।