ই-পেপার

ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী তথ্যমেলা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: September 30, 2018

সূর্যালোক নিউজ : ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে আয়োজিত দুই দিনব্যাপী তথ্যমেলা শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে শেষ হয়েছে। ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’ উপলক্ষে জেলা প্রশাসন ও টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে শিল্পকলা একাডেমিতে এ মেলার আয়োজন করে।

জেলা প্রশাসক মো. হামিদুল হক সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সনাক সভাপতি প্রফেসর মোঃ লাল মিয়ার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেলোয়ার হোসেন মাতুব্বর, সনাক সহসভাপতি ও তথ্যমেলা আয়োজক কমিটির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু, সনাক সহসভাপতি ডক্টর কামরুন্নেছা আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবদুল হান্নান, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী, জেলা সমবায় অফিসার মোঃ গোলাম কবীর শরীফ, সনাক সদস্য শিমুল সুলতানা হেপি, টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, এসিস্ট্যান্ট ম্যানেজার (অর্থ ও প্রশাসন) কমলেন্দু গুহ এবং সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেলায় ২০টি স্টল স্থান পায়। এতে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা দেয়া এবং সরকারি-বেসরকারি দফতরের সেবামূলক কার্যক্রম তুলে ধরা হয়। স্টলগুলোর মধ্যে পৌরসভা প্রথম, জেলা পুলিশ দ্বিতীয় এবং আনসার ও ভিডিপি ও যুব উন্নয়ন অধিদফতর যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। তাদেরকে স্মারক ও সনদপত্র দেয়া হয়। অংশগ্রহণকারী অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে : কৃষি সম্প্রসারণ অধিদফতর, জেলা প্রাণিসম্পদ অফিস, জেলা রেজিস্ট্রার অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা সমবায় অফিস, প্রধান ডাকঘর, জেলা মহিলা বিষয়ক অধিদফতর, পিডিবিএফ, পাসপোর্ট অফিস, কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট অফিস, জেলা আয়কর অফিস, নির্বাচন অফিস, সমাজসেবা অধিদফতর, শিশু কল্যাণ প্রশিক্ষণ কেন্দ্র, ব্র্যাক ও সনাক।

এছাড়া দুর্র্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭০১ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এরমধ্যে ১০ জনকে পুরস্কার দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছে- প্রথম স্থান : সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর সিয়াম সরদার, দ্বিতীয় স্থান : সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর উর্মি আহমেদ, তৃতীয় স্থান : চামটা বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মোঃ রাইয়ান হাওলাদার, চতুর্থ স্থান : সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর নাইফ আবদুল্লাহ, পঞ্চম স্থান : পিপলিতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর সাদিয়া আক্তার, ষষ্ঠ স্থান : সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর সোরিয়া ইসলাম বিভা, সপ্তম স্থান : পিপলিতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর তামান্না আক্তার ঐশি, অষ্টম স্থান : সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর নূসরাত জাহান একা, নবম স্থান : পিপলিতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর সাদিয়া আক্তার ও দশম স্থান : সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর তানজিলা মাহতাব অর্না। জেলা প্রশাসক মো. হামিদুল হক সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন।

তথ্যমেলা উপলক্ষে শুক্রবার সকালে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ডিসি অফিসের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক ফিতা কেটে এবং ফেস্টুন সংবলিত বেলুন উড়িয়ে তথ্যমেলা উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা দেয়াসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের সেবামূলক কার্যক্রম প্রদর্শন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সনাক সভাপতি প্রফেসর মোঃ লাল মিয়া, তথ্যমেলা আয়োজক কমিটির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু ও টিআইবির প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ উদ্দীন বক্তৃতা করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, পৌরসভার কাউন্সিলর তরুন কর্মকার; সনাক সদস্য মোঃ শহীদ ইমাম, একেএম শামসুল আলম বেলাল, গৌতম সরকার বাবু, গৌতম বণিক ও মোঃ নজরুল ইসলাম তালুকদার; স্বজন সমন্বয়ক সুভাষ চন্দ্র বিশ্বাসসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেলায় দুই দিনই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে নাচ, গান ও কবিতা আবৃত্তি অন্তর্ভূক্ত ছিল। এছাড়া তথ্যচিত্র প্রদর্শন, তথ্য অধিকার আইন বিষয়ক টক শো অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন