ই-পেপার

যুক্তরাষ্ট্রে ঝালকাঠির মেয়ে হিয়ার কৃতিত্ব

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 8, 2018


সূর্যালোক নিউজ : ঝালকাঠির মেয়ে ফারিয়া তাস্‌নিম হিয়া গত ১লা জুন ২০১৮ যুক্তরাষ্ট্রের সিটি কলেজ অফ নিউইয়র্ক এর কলিন পাওয়েল স্কুল ফর সিভিক অ্যান্ড গ্লোবাল লিডারশীপ থেকে ward medal সহ valedictorian হওয়ার গৌরব অর্জন করেছেন (একজন গ্লোবাল লিডার Jhon Ward নাম অনুযায়ী এ্যাওয়ার্ড)। তিনি মাত্র তিন বছরে ইন্টারন্যাশনাল রিলেশন্স এবং সমাজ বিজ্ঞানে মেজরসহ সিটি কলেজ অফ নিউইয়র্ক থেকে গ্রাজুয়েশন করেন। হিয়ার জিপিএ ৩.৯৮ (৪.০০)।

এ ছাড়া হিয়া সিটি কাউঞ্চিল স্পীকার অ্যাচিভমেন্ট এওয়ার্ড এবং গ্লোবাল স্কলারশিপ ফর স্টাডি আব্রদ ইন আমস্টারডাম অর্জন করেছেন ( University of Amsterdam in Nederland subject was International Criminal Justice)। সে  City council of NewYork এ ইনটার্নশিপ, এক বছর ফেলোশিপ প্রোগ্রামের আওতায় সেভ দা চিলড্রেন এর UN এর অফিসে ইন্টার্ন এবং রাইটস অফ মাইগ্রান্ট এন্ড রিফিউজি চিলড্রেন বিষয়ে রিসার্চ করেন। ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স ২০১৭ এ অংশগ্রহণ ছিল তার এক দারুন অভিজ্ঞতা।

মিদেল স্কুলেও সে Salutatorian হয়েছিল এবং শ্রেষ্ঠ হাই স্কুলের একটি  টাউনসেন্ড  হারিস থেকে কৃতিত্বের সাথে অনার সার্টিফিকেট নিয়ে হাই স্কুল গ্রাজুয়েশন করেন। হিয়া বলেন, এই স্কুলই তাকে শিখিয়ে  দিয়েছে পরিশ্রম এবং অধ্যবসায়  দিয়ে সফলতা পাওয়া যায়।

হিয়ার দাদাবাড়ি ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বীরকাঠি গ্রামে। মা-বাবার সঙ্গে মাত্র পাঁচ বছর বয়সে তিনি নিউইয়র্কে যান। বাবা এসএম ফারুক আইনজীবী ছিলেন। আর মা জেসমিন আক্তার কলি ছিলেন খুলনার সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষক| হিয়া তাদের একমাত্র সন্তান। হিয়ার নানাবাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামে।

 

  • ফেইসবুক শেয়ার করুন