নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 8, 2018
সূর্যালোক নিউজ : ঝালকাঠিতে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যোগে মঙ্গলবার আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে শিলাইদহের প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাহার মিয়া। রবীন্দ্র গবেষক ডক্টর কামরুন্নেছা আজাদ ‘মূল প্রবন্ধ’ উপস্থাপন করেন।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান আলোচনায় অংশ নেন। সঞ্চালনায় ছিলেন ফারজানা ববি নাদিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত ও নৃত্যে অংশ নেয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।