ই-পেপার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 1, 2018

শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই : ঝালকাঠিতে মহান মে দিবস পালিত
সূর্যালোক নিউজ : ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে মঙ্গলবার জেলা প্রশাসন ও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে শ্রমিক সমাবেশ, শ্রমিক র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কালোব্যাজ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে ডিসি অফিস প্রাঙ্গণ থেকে শহরে শ্রমিক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক মো. হামিদুল হক র‌্যালিতে নেত্বত্ব দেন এবং ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। জেলা শ্রমিক লীগ সভাপতি মোবারক হোসেন মল্লিক সমাবেশে সভাপতিত্ব করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম; জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার ও শ্রম বিষয়ক সম্পাদক এস আর এম মানিক; জেলা যুবলীগ যুগ্মআহ্বায়ক হাবিবুর রহমান হাবিল এবং শ্রমিক নেতা হারুন অর রশিদ, আবু সাঈদ খান, হান্নান জোমাদ্দার,  মোস্তফা কামাল বাবুল , মোঃ শাহনেওয়াজ লাবলু, রাকিব তালুকদার, আক্কাস খান, মোঃ লিটন প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ডিডি এলজি) দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা সমাবেশে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন মহান মে দিবস উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করে।

  • ফেইসবুক শেয়ার করুন