নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 6, 2018
সূর্যালোক নিউজ : শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় উদ্বুদ্ধ করে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়তে ঝালকাঠিতে ‘পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার’ শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং ঝালকাঠির জেলা প্রশাসন শনিবার (৬ জানুয়ারি’১৮) স্থানীয় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মো. হামিদুল হক এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর খান, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ আলম মজুমদার, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আবদুল জব্বার আলোচনায় অংশ নেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর (একাডেমিক) সুকল্যাণ বাছাড় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
কুইজ প্রতিযোগিতায় জেলার ৪টি উপজেলা থেকে মোট ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষকমন্ডলীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।