ই-পেপার

ঝালকাঠিতে পুলিশের রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: August 18, 2017

সূর্যালোক নিউজ (১৮ আগস্ট’১৭) : ঝালকাঠির বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে আজ (শুক্রবার) পুলিশের বরিশাল রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বরিশাল রেঞ্জ আন্তঃজেলা পুলিশ ফুটবল ক্রীড়া পরিষদ এর আয়োজক। মোট ৭টি টিম এতে অংশ নিচ্ছে। টিমগুলো হচ্ছে : বরিশাল জেলা পুলিশ, ঝালকাঠি জেলা পুলিশ, পিরোজপুর জেলা পুলিশ, বরগুনা জেলা পুলিশ, পটুয়াখালী জেলা পুলিশ, ভোলা জেলা পুলিশ ও বরিশাল আরআরএফ।

ঝালকাঠির পুলিশ সুপার ও আন্তঃজেলা পুলিশ ফুটবল ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জোবায়েদুর রহমান টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ সময় ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মোজাম্মেল হোসেন রেজা ও পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফারুক হোসেনসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ ক্রীড়া সংগঠকরা উপসি’ ছিলেন।

উদ্বোধনী ম্যাচে ভোলা জেলা পুলিশ ৩-২ গোলে পটুয়াখালী জেলা পুলিশকে পরাজিত করে।

  • ফেইসবুক শেয়ার করুন