নিজস্ব প্রতিবেদক | আপডেট: August 1, 2017
সূর্যালোক নিউজ (১ আগস্ট’১৭) : ‘ক্রীড়াই শক্তি’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) ৪৬তম জাতীয় স্কুল মাদরাসা গ্রীষ্মকালীন খেলাধুলার দুই দিনব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে।
জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার ফরহাদ আহমেদের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে, সহকারী জেলা শিক্ষা অফিসার এ কে এম ছালেহ উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, শিক্ষকমন্ডলী ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পচাত্তরের ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জেলা স্কুল মাদরাসা ক্রীড়া সমিতি আয়োজিত প্রতিযোগিতায় ছেলেমেয়ে উভয় গ্রুপে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাাঁতার অন্তর্ভুক্ত রয়েছে। বালকদের ফুটবলের উদ্বোধনী ম্যাচে কাঁঠালিয়ার পাইলট উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে এবং বালিকাদের কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয় ২৬-১৫ পয়েন্টে কাঁঠালিয়ার আওরাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলা থেকে প্রায় দুইশ ছেলেমেয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।