ই-পেপার

শিমুল সুলতানা হেপির কবিতা <>সুগন্ধি রুমাল<>

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 22, 2017

উড়ে গেছে শেষ স্বপ্নটুকু নিয়ে
বাসন্তি বাতাসে পাওয়া
সুগন্ধি রুমাল!
মৃত্যু বিষে নীলাম্বরী নারী এক
জীবনের সব হারানোর বেদনায় নীল!
খুব ছোট্ট এক খন্ড স্বপ্ন সংগী ছিল তার
যত ঝড় আসুক!
স্বপ্ন রুমাল বুক পকেটে রেখে
হেটেছে না জানা পথে,
রুমাল শুধু সাধারন রুমাল ছিল না
ছিল তার বর্ম,
অনেক ক্লেদাক্ত মুখ সরিয়েছে
সুগন্ধি রুমালে,
প্রশান্তির পরশ মেখে আবেশিত চোখে
মমতায় রেখেছিল বুকে সবাইকে ভুলে,
বলেছিল সবে মিছে পথ ছেড়ে
ফিরে আয় , মায়ার ছলে
কেড়ে নেবে সুখ! শোনেনি সে কথা!
একদিন রুমালটি ফিরে গেল রুমালীর দেশে
মাঝ খানে পথ ভুলে
ফিরে আসা মানুষের কথা
আর মন রাখে নি!
তারপর তাদের নগরে
সুখের হাওয়া বইতে লাগল!
আর ভুল মানুষটি রুমালের টানে
না ফেরার দেশ খুঁজতে লাগল!
এভাবেই কস্ট নগরে
ভুল করে চলে আসে নাড়া দিতে
কোনো সুগন্ধি রুমাল
তারা ওড়ার জন্য আসে!
থাকার জন্য আসে না!
রুমালীকে মনে নিয়ে
মায়া বাড়াতে আসে!
অবশেষ চলে যায়!
এক টুকরো সুখের ছোঁয়া
এক খন্ড সুগন্ধি রুমাল!

  • ফেইসবুক শেয়ার করুন