নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 7, 2017
সূর্যালোক নিউজ : না ফেরার দেশে চলে গেলেন ঝালকাঠির সবার প্রিয় ‘লক্ষী স্যার’। মঙ্গলবার (৬ জুন’১৭) বিকালে শহরের স্টেশন রোডের বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর বয়স ৮৬ বছর। দীর্ঘদিন তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।
ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, সমাজসেবক ‘লক্ষী স্যার’ এর মূলনাম আবদুল লতিফ তালুকদার। তিনি ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি, জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি এবং এক সময়ে দক্ষিণাঞ্চলের নামকরা ফুটবল রেফারি ছিলেন।
লক্ষী স্যারের মৃত্যুতে ঝালকাঠিতে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসায় ছুটে যান।
তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
বুধবার (৭ জুন) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজার পর তাঁর লাশ পৌর কবরস্থানে দাফন করা হয়।
আবদুল লতিফ তালুকদার লক্ষী’র মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।