নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 5, 2017
সূর্যালোক নিউজ : ঝালকাঠিতে ‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার’ স্লোগান এবং ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আজ সকালে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। কালেকটরেট চত্বর থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক এতে নেতৃত্ব দেন। ঝালকাঠি পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়াামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র্যালিতে অংশ নেন।
পরে সিভিল সার্জন অফিস এলাকায় পরিস্কার পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া প্রেসক্লাবের সামনের সড়কে টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষায় স্বচ্ছতা ও নাগরিকদের অংশগ্রহণের দাবিতে সচেতন নাগরিক কমিটি-সনাক এর উদ্যেগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসাসহ একযোগে কাজ করার আহ্বান জানান।