শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছেন। বিশেষ করে বিরোধী দলের লোকজন টিটকারী মেরেছিল। আজ বাংলাদেশ ডিজিটাল বাংলায় রূপ নিয়েছে। আমরা সফল হয়েছি। ডিজিটাল বাংলাদেশের সুবিধা দেশের সব মানুষ ভোগ করছে। তেমনি করে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশাবাদী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের মতো স্মার্ট বাংলাদেশও গড়তে সক্ষম হবো। রবিবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ঠিকমতো লেখাপড়া করার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার সব সময় তাদের পাশে রয়েছে। যুগোপযোগী শিক্ষানীতিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে আমাদের ছেলেমেয়েরা এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছে।

আমির হোসেন আমু পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন। এবারে ঝালকাঠি জেলায় বিভিন্ন স্তরের মধ্যে ৩৬৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ ৫৬ হাজার ৩৫০টি এবং ৫৮৭টি প্রথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ ২ হাজার ৮৯৫টি বই বিতরণ করা হবে।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর সভাপতিত্বে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান,সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।